Railway TC Recruitment – সম্প্রতি রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা থাকলে এই কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। পদের নাম কি? শূন্যপদের সংখ্যা কত? কিভাবে আবেদন জমা দেওয়া যাবে? বয়স কত থাকতে হবে? প্রভৃতি প্রশ্নের উত্তর পেতে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা, পদের নাম ও বেতন কাঠামো
নিয়োগকারী সংস্থা – নিয়োগকারী সংস্থার নাম ভারতীয় রেল।
পদের নাম – নরেন্দ্রপুর হল্ট স্টেশনের টিকিট কালেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বেতন – টিকিট কালেক্টর পদে যে প্রার্থীরা নির্বাচিত হবেন তারা ফিক্সড কোনো মাইনে পাবেন না। টিকিট বিক্রির জন্য প্রার্থীদের কমিশন ভিত্তিক ইনকাম হবে। কমিশনের হিসাবটি হল —
- ১/- থেকে ১৫,০০০/- ১৫% (নূন্যতম ১০,০০০/-).
- ১৫,০০১/- থেকে ৫০,০০০/- ১২%
- ৫০,০০১/- থেকে ১,০০,০০০/- ০৯%
- ১,০০,০০১/- থেকে ২,০০,০০০/- ০৬%
- ২০০,০০১/- থেকে বাকি ০৩%
বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় ডকুমেন্টস
বয়সের সময়সীমা – টিকিট কালেক্টর নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করতে গেলে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই কাজের জন্য আবেদন জানাতে পারবেন। তবে প্রার্থীদের শারীরিকভাবে সক্ষম হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস – আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হল —
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- রেজাল্ট ও সার্টিফিকেটের কপি
- ভোটার কার্ড বা আধার কার্ডের কপি
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কপি।
আরও পড়ুন : মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এইভাবে আবেদন করুন
Railway TC Recruitment-এ আবেদনের পদ্ধতি
এই কাজের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। রেলের ওয়েবসাইটে গিয়ে টিকিট কালেক্টর নিয়োগের আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। ওই আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। পরিশেষে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি অ্যাড করে বিজ্ঞপ্তিতে থাকা ঠিকানায় পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন পাঠাবার ঠিকানা — Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building, Room No.44, Kaizer Street, Kolkata -700014।
আরও পড়ুন : বিপুল সংখ্যায় বনদপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি, ক্লিক করে জানুন বিস্তারিত
Official Notification | Download |
Official Website | Click Here |