Railway Group D Recruitment 2024- আপনি কি কেন্দ্রীয় সরকারের চাকরি খুজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আমরা সকলেই জানি কেন্দ্রীয় সরকার চাকরির মানে আগে আসে আমাদের সামনে রেলওয়েব চাকরি। হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিমধ্যে ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাও আবার রেলওয়ে এই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আবেদন করতে হলে সর্বনিম্ন মাধ্যমিক পাস হওয়া দরকার। অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই আপনি আবেদন করতে পারবেন রেলওয়ে এই পদে।
ভারতীয় রেলে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ (Railway Group D Recruitment 2024)
Employment No | RRC/NR 04/2024/S&G |
মোট শূন্যপদ | ২৩ টি |
মাসিক বেতন | ১৪ হাজারের বেশি |
পদের নাম | Group- C and Group- D |
আবেদনের শেষ তারিখ | ১৬/০৯/২০২৪ |
আরও পড়ুন – পঞ্চায়েতে বিপুল কর্মী নিয়োগ, আবেদন চলছে অনলাইনে। Wb Panchayat Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা – উত্তর-পূর্ব রেলের তরফ থেকে যে নিয়োগ (Railway Group D Recruitment 2024) বিজ্ঞপ্তি বের করা হয়েছে তাতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে যে আবেদন প্রক্রিয়াটি চলছে তাতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন- ১) গ্রুপ সি পদে আবেদন করতে হলে আবেদনকারীর সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর গ্রুপ ডি ক্ষেত্রে আবেদন করতে হলে মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস থাকতে হবে
বয়সসীমা – গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে আর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে এক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে। SC/ST -এর ক্ষেত্রে ৫ বছরে এবং OBC -এর ক্ষেত্রে ৩ বছরে।
আবেদন করার প্রক্রিয়া (How To Apply)
Railway Group D Recruitment 2024 এই প্রক্রিয়া কিন্তু অফলাইনে হবে না অর্থাৎ আবেদন জানাতে গেলে আপনাকে অনলাইন পদ্ধতি বেছে নিতে হবে।
১) প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) এরপর হোম পেজে থাকা আবেদন লিংকে ক্লিক করুন।
৩) লিংকে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনার সমস্ত বিবরণ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
৪) তারপর নির্ধারিত আবেদন ফি জমা করে আবেদন পত্রটি জমা দিন।
আবেদন ফি – জেনারেলদের জন্য ৫০০ টাকা এবং সংরক্ষিত পদের জন্য ২৫০ টাকা।
আরও পড়ুন – মাধ্যমিক পাশে রাজ্যে একাধিক পদে কর্মী নিয়োগ। Madhyamik Pass DSWS Recruitment Notification
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
আবেদন শেষ তারিখ | ১৬/০৯/২০২৪ |
অফিশিয়াল ওয়েবসাইট | www.rrcnr.org |
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
আবেদন লিংক | Click Here |