Food Department Recruitment – যে প্রার্থীরা খাদ্য সুরক্ষা দপ্তরে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য চাকরির একটি সুবর্ণ সুযোগ এসেছে। খাদ্য সুরক্ষা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গের সকল নাগরিকরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদন করার আগে দেখে নিন এই চাকরির জন্য শূন্য পদের সংখ্যা কত রয়েছে? মাসিক বেতন কত? কবে থেকে আবেদন পত্র জমা দেওয়া যাবে? ইত্যাদি।
নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা
নিয়োগকারী সংস্থা – এই নিয়োগের বিজ্ঞপ্তিটি খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে।
পদের নাম – খাদ্য সুরক্ষা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শূন্যপদের সংখ্যা – এই বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য শূন্যপদ রয়েছে ৫টি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে ৬টি। সর্বমোট শূন্যপদের সংখ্যা ১১টি।
আরও পড়ুন : মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগ, আবেদন করুন অফলাইনে।
বেতন কাঠামো, বয়সের সময়সীমা ও প্রয়োজনীয় ডকুমেন্টস
বেতন কাঠামো – এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক ৮০০০ থেকে ১০০০০ টাকা বেতন দেওয়া হবে।
বয়সের সময়সীমা – বয়সের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু স্পষ্টভাবে জানানো হয়নি।
প্রয়োজনীয় ডকুমেন্টস – আবেদনের জন্য প্রার্থীদের যেসমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলি হল ভোটার কার্ড বা আধার কার্ডের কপি, মাধ্যমিকের এডমিট কার্ডের কপি, শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা সার্টিফিকেটের কপি।
Food Department Recruitment-এ আবেদনের পদ্ধতি
খাদ্য সুরক্ষা দপ্তরে চাকরির জন্য প্রার্থীকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করার কাজ শেষ হলে ফর্মটির নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে। আবেদনপত্রটি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে। আবেদন শুরু হয়েছে ০১/০৭/২০২৪ থেকে চলবে ১৪/০৭/২০২৪ পর্যন্ত।
আরও পড়ুন : টাটা স্টিলে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করুন আজই
Official Notification | Download |
Official Website | Click Here |