বিপুল শূন্যপদে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! যোগ্যতা মাধ্যমিক পাশ, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ

Air India Recruitment – দিনের পর দিন দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। আপনিও কি বাকিদের মত চাকরির খোঁজ করছেন? আপনি কি মাধ্যমিক পাস? এয়ার ইন্ডিয়ায় কাজ করতে আগ্রহী? সম্প্রতি সর্বভারতীয় স্তরে এয়ার ইন্ডিয়ায় দুই হাজারের বেশি কর্মী নিয়োগ হতে চলেছে। যে সকল প্রার্থীরা এই কাজের জন্য আগ্রহী তারা আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, বেতন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই আর্টিকেলের মাধ্যমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা

নিয়োগকারী সংস্থা – বিপুল শূন্যপদে নিয়োগের এই বিজ্ঞপ্তিটি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছে।
পদের নাম – এয়ার ইন্ডিয়ায় Handyman ও Utility Agent Cum Ramp Driver পদে কর্মী নিয়োগ করা হবে কর্মীদের।
শূন্যপদের সংখ্যা – এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ২৪৭৯টি।

বেতন কাঠামো, বয়সের সময়সীমা ও শিক্ষাগত যোগ্যতা

বেতন কাঠামো – এয়ার ইন্ডিয়ায় বিভিন্ন পদের কর্মীদের বেতন বিভিন্ন ধরনের হয়ে থাকে। Handyman পদে ২২,৫৩০/- টাকা এবং Utility Agent Cum Ramp Driver পদে ২৪,৯৬০/- টাকা।
বয়সের সময়সীমা – আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা – এয়ার ইন্ডিয়ার দুটি ক্যাটাগরির পদে চাকরির জন্য প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস ও নিয়োগ প্রক্রিয়া

প্রয়োজনীয় ডকুমেন্টস – আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হল আধার কার্ডের কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি, মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেটের কপি।
নিয়োগ প্রক্রিয়া – এয়ার ইন্ডিয়ার বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে প্রার্থীদের জন্য কোনো লিখিত পরীক্ষার আয়োজন করা হবে না। কেবলমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।

আরও পড়ুন : মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগ, আবেদন করুন অফলাইনে।

Air India Recruitment-এ আবেদনের পদ্ধতি

এয়ার ইন্ডিয়ার এই দুটি ক্যাটাগরির পদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে A4 সাইজ পেপারে প্রিন্ট করে নিতে হবে। এরপর ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে একটি মুখবন্ধ খামে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সহিত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ফর্ম জমা দেওয়া ও ইন্টারভিউয়ের তারিখ হল এই জুলাই মাসের ১৫ এবং ১৬ তারিখ।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা – GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri East, Mumbai, 400099।

আরও পড়ুন : টাটা স্টিলে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করুন আজই

Official NotificationDownload
Official WebsiteClick Here

1 thought on “বিপুল শূন্যপদে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! যোগ্যতা মাধ্যমিক পাশ, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ”

Leave a Comment