Jio & Airtel New Rule – বর্তমান যুগের মানুষের কাছে মোবাইল নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মোবাইল নম্বরের সাথে আধার কার্ড সংযোগ করা রয়েছে। আবার মোবাইল নম্বরের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে এই মোবাইল নম্বরটি লিংক থাকার কারণে যদি এটি প্রতারকের হাতে পড়ে তাহলে রাতারাতি ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার লুট হতে সময় লাগবে না। তাই ভারতবাসীদের কথা চিন্তা করে কেন্দ্র সরকার এই মোবাইলের সিমের ক্ষেত্রে এক নতুন নিয়ম চালু করতে চলেছে।
Jio & Airtel New Rule
গ্রাহকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার যে নিয়মটি চালু করতে চলেছে সেটি ১লা জুলাই ২০২৪ থেকে কার্যকর হতে পারে। তবে এই নিয়ম কার্যকর হলে গ্রাহকদের আর তাদের নথিপত্র থেকে শুরু করে ব্যাংকের টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না। এই নিয়ম কিন্তু কেবলমাত্র সিম কার্ডের ক্ষেত্রে কার্যকর হতে চলেছে। যদি কোনো গ্রাহক সিম পোর্ট করতে চান অর্থাৎ এক নেটওয়ার্ক সার্ভিস থেকে অন্য নেটওয়ার্ক সার্ভিসে যেতে চান সে ক্ষেত্রে এই নিয়ম চালু হতে চলেছে। আগের নিয়মের থেকে বর্তমানের নিয়মটি বেশ কঠিন।
এখন থেকে সিম পোর্ট করার ক্ষেত্রে গ্রাহকদের আর অন্যত্র যেতে হবে না। নিকটবর্তী দোকানে গিয়েই তারা নতুন সিম কার্ড গ্রহণ করতে পারবেন। নতুন সিম কার্ড পাওয়ার জন্য গ্রাহকদের নিজের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সিম পরিবর্তন করার পর মোবাইল নম্বর পোর্টিবিলিটি করা যাবে না। সিম সোয়াপ করার পর সাত দিনের লকিং পিরিয়ড শুরু হয়ে যাবে। এই সাতদিন পেরিয়ে গেলে তবে গ্রাহকরা নিজেদের সিম পোর্টেবিলিটি করতে পারবেন। এই সম্পূর্ণ নিয়মটি চালু করা হয়েছে গ্রাহকদেরকে প্রতারকদের হাত থেকে বাঁচানোর জন্য।